আমি ছুটে গিয়েছি সহস্র মাইল
কেবল একটা হাতের স্পর্শ পেতে,
পাড়ি দিয়েছি দুর্ভেদ্য কাঁটাতার
এক উষ্ণ আহ্বানে।
অবলীলায় সঁপেছি জীবন,
তুচ্ছ করে - প্রাণ ভরে নিশ্বাস নেবার স্বাদ।
চোখ বুজে দেখেছি স্বপ্ন
কারো হৃদ কম্পন অনুভব করার।
পরম নিস্তব্ধতায় শুনেছি তার আবেগী কলরব,
হয়েছি নিষ্পাপ কিছু অশ্রু ঝরার সাক্ষী।
বারবার তাকে হারাবার ভয়ে
আতকে উঠেছি ঘুম থেকে,
দুঃস্বপ্ন দেখব না বলেই
রাত কাটিয়েছি নির্ঘুম।
আমি বিসর্জন দিয়েছি স্বত্তা
ভিন্ন এক অস্তিত্বের সন্ধানে,
স্ব ইচ্ছায় হয়েছি ক্রীতদাস,
বিনিময়ে চেয়েছি আশ্রয়- তার অন্ত:গহীনে।