আমি যখন ছোট ছিলাম,
ভদ্রভাবে শান্ত হয়ে থাকতাম।
সবার কথা চুপটি করে শুনতাম,
বড়দের কপথা,শ্রদ্ধাভরে মানতাম।


আমি যখন ছোট ছিলাম,
সময়মতো ইস্কুলে যেতাম।
পড়ার সময় পড়তাম,
পড়ার পরে খাবার খেয়ে ভালোমতোন ঘুমোতাম।


আমি যখন ছোট ছিলাম,
এক্কেবারে সোনামতোন ছেলে ছিলাম।
বিজ্ঞজনে অনুসরণ করতাম,
সর্বক্ষেত্রেই ভালো ছিলাম।


আমি যখন ছোট ছিলাম,
প্রজাপতির মতোন ছিলাম।
এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়াতাম,
সবাইকে যথাযোগ্য সম্মান করতাম।


যখন একটু বড় হলাম,
না বুঝে হায়, খারাপ ফাদে পড়লাম,
আজ আস্তাকুঁড়ে পেলাম স্থান,
হায়!হায়!আজ, এমন কেন হলাম?