আকাশ ভরা তারা হাসে ,
হাসে এই বাঁশবাগান


হাসে অতন্দ্র নিঝুম রাত্রি
হাসে, এই অপরূপ গ্রাম


হাসে তারা পেছনে আমার


কখনোবা সম্মুখে
তাদের হাসি দেখে আমার


বুক ফেটে যায়  দুঃখে


কেন হাসে চাঁদ ? কেন হাসে তারা ?
কেন হাসে এই বাঁশবাগান?


আমার পেছনে কেন হাসে হায়!
লক্ষ প্রাণের ফুল বাগান?


এত অবজ্ঞা, এত ঘৃণা
এত তাদের  অট্টহাসি


এত বারি ধারার জল
কেমনে ফেলব আমি


তাদের অট্টহাসির শব্দ
কর্ণ ছেদন করছে আমার


ঘুমিয়ে পড়ছি যেন
ডাক শুনে এই অবেলার


আমি যে আর পারছিনে


পারছিনে সহ্য করতে
আমার কেবল ইচ্ছে করছে


এই কথাটি কলতে যে


বন্ধ করো


হাসি বন্ধ করো চাঁদ, না হয় আমি


হয়ে পড়ব উন্মাদ ।