চারিদিকে এতো নিরবতা,
ঝিরিঝিরি বাতাস,কেনো?
যেথায়, কাল ছিলো
ঝিঝি পোকার ডাক,
কোকিলের সুমধুর কণ্ঠ।
কোথায় আজ.......
স্বপ্নের মঠ?
কোথায়...?
স্বর্গের রূপলাবণ্যময় বালুকাবেলা?
স্বপ্ন দেখানোর দ্বার রক্ষীরা?
কোথায়?কোথায় তোমরা?
আজ চারিদিকে বিজনমূর্তি;শূন্যতা
কেবল,শূন্যতা
শূন্যের মাঝে বেচে আছি
এই শূন্যেই মরব
এই শূন্যে আর কেউ নেই
শূন্যে একাই ভাসব
শূন্যের কোঠায় উঠে আমার
দুটি হাত-ই খালি
মনের মধ্যেও ভেসে বেড়াচ্ছে..


                                     শূন্যতা................