চাল কিনতে নুন ফুরোয়
ডাল কিনতে তেল,
প্রতিদিন তার বাড়তে থাকে
কমে নাতো ফের।
হাটে গেলে পকেট ফুরোয়
খাচা ভরেনা মালে,
ক্রেতা বিক্রেতা মাথা ঝাড়ে
পড়লাম কি গোলমালে।
এর মধ্যে মন্ত্রী ঝাড়েন
বেহেশতে আছেন আপনারা,
দাম বেড়েছে মান কমেছে
বলে বেড়ায় ওরা কারা?
আমরা সবাই আমজনতা
এসব ভেলকি বুঝিনা,
লাভ কি হলো লস কি হলো
অতো কিছু খুঁজি না।
দামের সাথে মানের তবে
সামঞ্জস্যতা আসুক,
দিন শেষে আল্লাহ আমাদের
দিব্যি ভালো রাখুক।