সোনালী ধানে সোনা নেই আছে শুধু চিটা,
কৃষকের মুখে হাসি নেই কেউ ভেবেছে কি'তা?
ঘরে ঘরে আনন্দ নেই কেনো নেই কলরব,
কোথায় গেলো হারিয়ে সেই ধান কাটার উৎসব।
শিউলি, টগর, শেফালী আর নানান ফুলের সমাহার,
কোথায় গেলো সোনালী নবান্ন হিম হেমন্তের বাহার।
হেমন্ত এসেছে তবু আজ আসেনি তার রূপ,
কষ্টের কালো ছায়ায় দেখো প্রকৃতি আজ নিশ্চুপ।