আমি ফিরতে চাই আবার সেই নদীর তট থেকে,
আমি ফিরতে চাই আবারও সেই ধানের ক্ষেত হতে।
আমি ফিরতে চাই তরুণের সেই ক্রন্দন দৃষ্টি থেকে,
আমি ফিরতে চাই ছেলেহারা মায়ের সিক্ত নেত্র হতে।
আমি ফিরতে চাই রক্ত জবার লাল রক্ত থেকে,
আমি ফিরতে চাই আবারও সেই গর্বিত বুক নিয়ে।
আমি বদলাতে চাই ঘটিতমান কলুষিত ইতিহাস, 
আমি ফিরে পেতে চাই পুনরায় সেই মুক্ত মাটির স্বাদ।