আমি একটু আলো চেয়ে ছিলাম
চাইনি জোছনামাখা রাতের ঔ চাঁদ।
আমি একটু বাঁচতে চেয়ে ছিলাম
চাঁদের আলো অন্ধকার ঘরে এনে।
আমি একজন সঙ্গী চেয়ে ছিলাম
চাইনি কোনো বিত্তবান রূপসী নারী।
আমি একজন বন্ধু চেয়ে ছিলাম
যে আমার হৃদয়ের কথা বুঝবে।
আমি একটা গোলাপ চেয়ে ছিলাম
যার সুভাষিত ঘ্রাণ ভুলিয়ে দেবে
জীবনের সব দুঃখ বেদনার গান।
আমি একটা আকাশ চেয়ে ছিলাম
স্বপ্নগুলো উড়ে বেড়ায় যেন পাখি হয়ে।
আমি একটা জীবন চেয়ে ছিলাম
যেন ব্যর্থতা ভুলে নবরূপে গাইবো
দুইজন মিলে নতুন জয়ের গান।