ফাল্গুনের ফুলে ফুলে মুখরিত হোক
অমাবস্যার রাতে বেদনা সিক্ত হৃদয়
ঝড়া পাতার সাথে মিশে যাওয়া জীবন।
শিমুল পলাশ কৃষ্ণ চূড়ার বাহারি রং
জেগে ওঠোক হৃদয়ে প্রতিটি ক্ষণে ক্ষণে।
বসন্তের বিকেল হিমেল হাওয়ায়
চিরচেনা গঞ্জের সবুজ গেঁড়া মাঠ,
অস্তমিত সূর্য রক্তিম আকাশ
তোমার আসার খণ প্রহরে
জল হারা নদী কাল বৈশাখে।
চতুর্দিকে অন্ধকার শূন্যতার মাঝে
তোমায় ভেবে জোছনাময়ী রজনীতে
চন্দ্র সাথে সুখ-দুঃখ কথা বলি।
কত উপাধান,কপোল ভিজিল আঁখিজল,
মনে সব আশা-ভালোবাসা রংধনুর রঙে
নিজে বসন্তে ফুলের মাঝে বিলিয়ে দিল।