করোনা তুমি ঘুমন্ত বিবেককে জাগালে
আমাদেরকে নতুন করে বুঝতে শিখালে
মানবতার মহান নায়কের চির সত্য বাণী
অহেতু মাঠে-ঘাটে হাটে নয় পরিবারকে সময় দাও।


১৪০০ বছর আগের মহান বিজ্ঞানির রীতি
দিনে অন্তত পাঁচ বার হাত মুখ করি জলদ্বারা,
বিশ্বের যত নামি দামি ডাক্তার আর বিজ্ঞানি
করোনা থেকে বাঁচতে নিল সবাই তাহার পদ্ধতি।


বুঝেছি করোনা ক্ষমতা শুধু তোমার মালিকের
টাকা-পয়সা আর পরমাণবিক বোমার নেই,
সবাই আজ গৃহবন্দি বিশ্বের যত শীর্ষ ব্যক্তি
করোনা দেখিয়ে দিলে তোমার মালিকের রাজত্ব।


চায়না-ইতালি-স্পেন আরো কত উন্নত দেশে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে করছে লাশের সঙ্গে বাস,
আতঙ্কিত বাঙালি জাতি গুজবে দিচ্ছে কান
দেশের জন্য সচেতন হয়ে বাঁচায় নিজের প্রাণ।


             আতঙ্ক না হয়ে গুজব ছাড়ি
     সচেতন হয়ে দেশকে করোনা মুক্ত করি।