তোমার ভালোবাসা না পেয়ে
আমার মরণের স্বাদ জাগবে না,
এই ভবে বাঁচতে চাই অন্তকাল
তোমার হাসি ভরা মুখটি দেখতে।


আমি তোমায় ভালোবেসে ছিলাম
তোমার লাবণ্য বা ঐশ্বর্য দেখে নই,
ভালো লাগায় ভালোবেসে ছিলাম
সারা জীবন হাস্য উজ্জ্বল দেখতে।


তোমায় হীনা এক-একটি দিন আমার
কনডেম সেলে মৃত্যুর প্রহর গুনার মত,
যদি যমদূত আসে বলবো তার কাছে যাও
সে যদি সুখে থাকে আমাকে নিয়ে যাও।


তোমার জন্য কাদেনা মন কাঁদে আঁখি
বুঝলি না আমায়, তুর মন আছে নাকি?
নাম খ্যাতি নেই, আছে অনেক বড় মন
সেই মন খন্ড বিখন্ড তোমার হাসি দেখতে।


তোমাকে শুধু পাবো বলে ভালোবাসিনি
আমার প্রিয় কবিগুরুর ভাষায় যদি বলি
প্রেমের সার্থকতা শুধু মিলনের মধ্যে নয়,
বিচ্ছেদের মধ্যে প্রেমের সার্থকতা রয়েছে।
তোমার সুখের মধ্যে আমার প্রেমের স্বার্থকতা।