আমি এই ধরায় কারো আপন
কি'বা প্রিয়জন হতে পারিনি।
ভক্ত অনুরাগী থাকার প্রশ্ন উঠে না।
আমিতো মানুষ রুপে
জীবজন্তুর মত বেঁচে আছি।
জীবজন্তুর যেমন স্বপ্ন বলে
কিছু থাকেনা,আমার স্বপ্ন আছে
কেউ মনে করে না।
যদি বলি আমি মানুষ,
আমি স্বপ্ন দেখি,
আমারও স্বপ্ন আছে,
অপরাধ হিসাবে গণ্য হয়।
আমি স্বাধীন,কেউ আমার কারণে
পরাধীন হোক তাও চাইনা।
নিজের মনে ভাব প্রকাশ করার
অধিকার সবার আছে।
তোমরা কেন আমায়
পরাধীনতার শিকল পরাইতে চাও।
ক্ষমতা থাকলে অধিকার
হরণ করা যায়না,
এমন একদিন আসবে
যেদিন পাশে কিছু থাকবেনা।
কোটি টাকার রঙ্গিন চশমার
পৃথিবী একদিন সাদা হয়ে যাবে।
আজ আমার সাদা জীবনকে
লাল সিগনাল দেখতে পাচ্ছ।
যে দিন অশ্রুজলে বয়ে যাওয়া
নদীর এক ফোটা লাল জল
মালিকের ভালো লাগবে,
সেদিন এজিদের কারবালা
তোমার জন্য আবার তৈরি হবে।
আমার চোখ দিয়ে ঝড়া
সমুদ্রে ভেসে থাকা লাল শাপলা
সেই দিন ঠিক চিনতে পারবে।
এই রঙ্গিন পৃথিবীতে আমি
আজ তোমাদের জন্য
অশুভ কালো রাত হয়েছি।