জানি তোমারি পরশ পাবোনা
হবে না তোমার সনে আনয়ন।
তুমি নয় কারো বাহু প্রহরে করে দিয়েছো পর
তুমি ফিরবে-বুঝবে বিচ্ছেদের শিখা দাবানল।
ছায়া দেয়া হৃদপিন্ডের বৃক্ষ অতলে ঝরে যায় যার
সে বুঝে ধরণীতে আছে কি তার।
হৃদয় পোড়া গন্ধ মহাশূন্যে -হাওয়া
আর জলধিতরঙ্গ মিলছে আঁখির জলে।
তরে তরে মিলছে অমিল
রজনী মাঝে তত্ত্ব দিন।
মোরে সদায় মনুষ্য তুমি কি উন্মদ?
হ্যাঁ তার জন্য মত্ত-পাওয়ার মত্ত।
তার বেদনায় উন্মদ!!!!!