মেঘাচ্ছন্ন আকাশ অন্ধকার পৃথিবী
ঝিরিঝিরি হাওয়ায় হালকা বৃষ্টি
অদূর থেকে আসা তোমার আকুতি
আলোহীন পৃথিবীর তুমি স্বপ্ন বলে।
যে দিন এক পাশে রেখে এই ধুলা
নতুন পৃথিবীর প্রত্যাশা করে ছিলাম
মেঘে ডাকা সূর্য লক্ষ্যহীন করেছি।
রাত্রি মাখা পৃথিবীকে সজ্জিত দেখতে
উন্মাদ হয়ে কত ছুটা ছুটি করেছিলাম
আমি দেখতে পাইনি পৃথিবীর আলতো।
ভাবিনি কখনো পৃথিবী তুমি এত নিষ্ঠুর
চাইলে নবরূপে সুশোভিত হত জীবন
আনন্দে বৃষ্টিতে ভিজে কেটে যেতো কাল
আমাদের মিলনে সুখপূর্ণ হতো আকাশটা।