সদ্য উদিত রবির আগুনে প্লাবিত তোমার চোখ
ঝুম বৃষ্টিতে উতলা শরীরে স্পর্শের মরণ সুখ।
যখন তোমার বিচরণ দূরে অন্য কোন মহাদেশে
তখনো তৃষিত মনে ব্যকুল চাওয়া রবে বাহুপাশে
আসবে তুমি কোন এক শরৎের মৃদুমন্দ বাতাসে।
সিক্ত ভালবাসায় উষ্ণ করে হারাবে আবার দূরে
ফেলে চুলের গন্ধ শরীরের ছন্দ আমার ’পরে।


সকল বিশ্বাস আমার কেন্দ্রীভূত দু’চোখের মাঝে
তুমিই জান বিশ্বাসের দরজা-চাবি কোথায় আছে।
গহীন অতলে নিকষ শূন্যে তুমিই উজ্জ্বল আলো
পরিত্রাতা হয়ে আলোআধারির মায়াজাল কালো
ছিন্ন করেছ কারণ জান তোমায় বেসেছি ভাল।
উত্তরণের কাঙ্খিত সর্বোচ্চ শিখর-মাঝে বসে  
আমাকেই দেখাবে তোমায় কিছু না যায় এসে।


কঠিন তোমার ভালবাসা, সাগর-তলের গভীর
আমি জানতে চাই, সে চাওয়া আমার অধীর।
আমরা এখনো শুদ্ধ বোকার স্বর্গে বাস করছি
পাওয়া না পাওয়ার হতাশায় দীর্ঘশ্বাস ফেলছি
দূর দিগন্তে চেয়ে এখনও নিরন্তর ভালবাসছি।
শুধু বোকারাই নিঃশেষে ভালবেসে বোধে ধন্য
জগতে আমরাই বোকা, শুধু আমাদেরই জন্য।