পরম প্রার্থনা-সৌন্দর্যের সামান্য আভাষও দেখতে চাও?
চেয়ে দেখ অন্তরাত্মায় - ওখানেই সৌন্দর্যের প্রতিমূর্তি।
আত্মাকে পারদের প্রলেপ-দেয়া কাচের আয়না বানিয়ে
দেখ, সেখানে প্রিয় রবের মহত্বের প্রতিবিম্বগুলি আছে।
তোমার এই সার্বভৌমত্বের স্বমহিমা প্রজ্জ্বলিত করবে
সেই প্রাসাদ, যেখানে রবের রাজত্ব নিত্য সঠিকভাবে।
তোমার অন্তর দিয়ে খোঁজ প্রতিপালককে, তাঁর মহিমা
রয়েছে পল্লবিত বিশালত্বের অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র কণায়ও।


বহুল অবয়বের নানাবিধ মুখোশের আদলে
বিশাল সাইমর্গের ছায়ায় বসন্ত আসে দুনিয়ায়,
যদি তুমি তাঁর দীপ্তিমান জাকজমকের দ্যুতি দেখ
সে তাঁরই ছটা, যা তোমাকে আন্দোলিত করেছে।
সাইমর্গের শীতল ছায়া আর প্রিয় রবতো একই
খোঁজ তাঁদেরকে একসাথে, জোড়-ঐক্য গড়ে।
যদি তুমি অবাঞ্ছনীয় অনিশ্চয়তায় হারিয়ে যাও
সত্য পথের দৃঢ়তা থেকে পাশ কাটিয়ে যাও
কীভাবে তুমি শেষ বিচারের আদালতে যাবে?
প্রবেশদ্বার খোঁজ অন্তর্দৃষ্টিতে, যখন সূর্য দূর-দিগন্তে
চিরবিজয় নিহিত ঐ উদ্ভাসিত মেঘেদের বিচ্ছুরণে
চক্ষু-দৃষ্টি কিছুই জানেনা, শুধুই সূর্যালোকে আচ্ছন্ন।
(ইংরেজি থেকে অনূদিত।)