মন ভাবছে, নির্জন সৈকতে বসবে একটু নিরিবিলি
ফিরবে অতীতপানে - যা কিছু ঘটে গেছে মনের গহীনে,
মেলবে পাখা ঘটনার ভিতরের না-ঘটা অদৃশ্য ঘটনাবলি
হতেও তো পারে - আনবে সুখ ভবিষ্যৎ যাপিত জীবনে।


মহাসমস্যা দেখছি! পা রাখতে হবে আল্পসের ঐ মস্তকে
মনে কি হবে তখন? পুরো দুনিয়াটাই আমার প্রশস্ত স্কন্ধে,
মেঘের অস্বচ্ছতা ভেদে অকস্মাৎ দীপ্ত সূর্য্যের উজ্জ্বল আভা
উষ্ণতার ছোঁয়ায় জীবনের সব শীতলতা হয় ফুটন্ত লাভা।


আগেই জানতাম! হৃদয়ভরে শুধুই কষ্ট-বেদনারর কাঁটাকুটি
নিশ্চিত জানি না, পারব কি হতে আরো দুঃখের মুখোমুখি,
ফেরার আর পথ নেই কিন্তু, অলক্ষে চলে এসেছি বহুদূরে
হায়! একাকীত্ব ঘোচানোর ভালবাসা-মন্দির আর কতদূরে।


আমি বারংবার জানতে চাই ভালবাসার মানে
তুমি ছাড়া বলতে পারে, এমন কেউ কি আছে কোনখানে?
আমি হৃদয় দিয়ে বুঝতে চাই ভালবাসার গভীরতা
কে বোঝাতে পারে? কেউ নেই, শুধু তুমিই যে বহতা।


নির্জনে বসতে আমাকে হবে অবশ্যই -
জানতে হবে চারিদিকে কী ঘটছে অহরহই,
পারব না হারাতে, ঘটনা থেকে বেরোতে
মন বলছে নিভৃতে, ভালবাসায় আমাকে ছোঁয়াতে।
আমি পষ্ট অনুভব করি, বুঝি আমার ফোঁপানো ভালবাসা
তাজমহল সাক্ষী - শুধু তুমিই দিয়েছ সে অন্তহীন আশা।


এসো, পড়ন্ত বিকেলে পাইনতলে বসে ভালবাসার কথা বলি
যতটুকু তুমি হৃদয়ে ধারন কর, এসো তার চেয়েও বেশী বলি
তুমি দেখাবে ময়ুরনাচ, ঝড় তুলবে আমায় - পড়বে বাঁজ
সম্পূর্ণ দেখতে চাই আমি, লুকোবে না কোনকিছুই আজ।
জান না প্রিয়, একমাত্র তুমিই তা করতে পার শাহবাজ।