বিরক্ত আমি
বিরক্ত এই পৃথিবীর ’পরে
দেখে সীমাহীন অবিচার
আর দ্বিধাহীন মিথ্যাচার
বিরক্ত আমি
বিরক্ত এই পৃথিবীর ’পরে।


বিরক্ত আমি,
গুনে লাশের পাহাড় জ্বলন্ত রোহিঙ্গায়
শুনে ক্ষুধার্ত শিশুর আহাজারি মঙ্গায়,
আমি কাঁদি
কাঁদি মালালার ছোট্ট মাথায় বুলেটের ক্ষত দেখে
কাঁদি নগরের আগ্রাসনে প্রকৃতির ক্ষরণ দেখে,
ভীষণ বিরক্ত আমি
বিরক্ত পৃথিবীর ’পরে।


বিরক্ত আমি,
নিয়ত সাজিয়ে ফুলের তোড়া শ্মশানে
ঝরে রক্ত আর অশ্রুজল সান্তা ফে স্কুলে,
আমি কাঁদি
কাঁদি ফ্যাসিবাদের সীমাহীন বিভৎসতা দেখে
কাঁদি কাঁটাতারে ফেলানীর ঝুলন্ত লাশ দেখে,
ভীষণ বিরক্ত আমি
বিরক্ত পৃথিবীর ’পরে।


বিরক্ত আমি
বিরক্ত এই পৃথিবীর ’পরে
চারিদিকে অজস্র অন্যায়
ভরে আছে সহস্র কান্নায়
বিরক্ত আমি
বিরক্ত এই পৃথিবীর ’পরে।