সন জুড়ে সেবার বানর-বর্ষ
মন ভরে হেথায় আলোক-হর্ষ
পরিক্রমায় বিলীন দু’দুটো বানর-বছর
পরিবর্তন বিহীন সেতো কঠিন-অনড়।


বিছানায় শায়িত নিথর অবয়ব
ভাবনায় আনিত মিলন কুশীলব
নির্ঘুম চোখ ব্যকুল সেথায় পদধ্বনি শোনার
নির্গূঢ় লোভ চটুল বেড়ায় ছায়াবিম্ব দেখার।


একসময় ক্লান্তিতে চোখ ভারী হয়ে আসে
মাণিক্যসম ঘুমের অতলে তলিয়ে তখন
জগৎ আসে গভীর নিশীথে
ভরত ভাসে অবীর দিশিতে।


ভোর হয় চোখে আধঘুমের কালি নিয়ে
জোর ভয় খোঁজে আদ্যপান্তের ডালি দিয়ে
জগৎ তখন ঘুমে শ্রান্ত
স্বপ্নরাও অতীব ক্লান্ত।


নিঃশব্দে ভোরের আলো ফোটে
দূরে বাজে অ্যাম্বুলেন্সের সাইরেন
কর্মব্যস্ততায় ঢাকা পরে যায় রাতের অপ্রাপ্তি।
সিত-সায়াহ্নে ভয়ংকর শঙ্কা আসে যথারীতি
সন্ধ্যা হবে, নির্ঘুম করে রাত আসবে।