মহাজ্ঞানীরা বলে গেছেন নিশ্চিত, না ভ্রমে
বোকারাই শুধু ত্বরায় ছোটে মানবীর প্রেমে,
তারপরও নিঃশর্তে ক্ষমা করে দাও নিয়তি
আমার মত বোকা-প্রেমিকেই জগৎ ভরতি।


ঐ পেলব শরীর ছোঁয়া কি অন্যায় কিছু?
ওখানেই যে বলি দিয়েছি নিজের যা কিছু,
ফুটন্ত চেরী দিগন্তজুড়ে সলাজে উদ্ভাসিত
সবল হামিং বার্ড দীর্ঘক্ষণ তার রসে সিক্ত।


সাগ্রহে ধর বাড়িয়ে দেয়া হাত দু’খানি
রক্তচোষার মত নেও পুরো জীবনখানি,
এখন আর বলে তেমন কোন লাভ নেই
থামাতে পারবে না আমাকে কোনভাবেই।


ভাগ্যিস বিজ্ঞজনের ভাষা আমি বুঝিনা
তাদের বানীরও কোন গুঢ় অর্থ খুঁজি না,
জানি এ হৃদয় পরিপূর্ণ, অনন্ত ভালবাসায়
আমাকে নিয়ে চালাক-বোকা, কে খেলায়!