সৃষ্টিকর্তার করুণা জপি, প্রতি স্পন্দনে
দৃঢ় আর অবিচল হই, তোমার বন্দনে।
শান্তি নাই অস্থির ভুবনে মুহুর্তের তরে
অশান্তি-মুক্তির সহজ পথ খুঁজে মরে।


দয়াময়, ও দয়াময়
কে উড়াবে অশান্তি-মুক্তির কান্ডারী?
ঝঞ্ঝাবিক্ষুব্দ নৌকা যে মাঝিবিহীন।
মরনশীল মানুষের স্থায়ী কী আছে?
আজ যা আছে, তা শুধুই ক্ষণিকের
কাল হয়ত শূন্য, অভাব অনিকের।


দয়াময়, ও দয়াময়
তুমিই দেখ সব, এমনকি যা দৃশ্য-নয়
পবিত্র মসজিদের অভ্যন্তর
পবিত্র মন্দিরের ভিতর
তুমি পবিত্র গির্জার অন্তরও দেখ
মহা-মহাসাগরের গহীন অন্ধকারও।

দয়াময়, ও দয়াময়
তুমি জ্ঞাত আমার কলব কী বলছে,
জগতের মায়াজালে করেছি যত পাপ
অন্তর চায় ধুয়ে মুছে করি সব সাফ।
তুমিতো দয়াশীল - মাফ করো আমায়
মত্ত করো তোমার প্রেমে, দৃঢ়ধারায়।

দয়াময়, ও দয়াময়
আমার আঁখি শেষ-গন্তব্য দেখেছে
অথচ সংশয়-মন বলছে
যাবে কি, না যাবে?
জীবন যদি নাচের তালের হয়
কেন আর নিজেকে বেধে রাখা?
যদি ঘোমটা উড়ে যায়, যেতে দাও
এজন্য উতলা হওয়া কেন আবার?
যা বলা হয়েছে, বা বলা হয়নি এখনো
হে খোদা, সব জেনে তুমি নিস্তব্ধ কেন?
যুক্ত করো আমায় অনন্ত শান্তির ধারায়।
(অনুবাদ)