কষ্টের নীল স্রোত বইছে হৃদয়-নদীতে
জানে অন্তরাত্মা - কী করবে এ’মুহূর্তে,
অপলক দৃষ্টি ফেলে তোমার বলিষ্ঠ মুখে
কষ্টেরা সব নিঃশেষিত - দিকে দিকে।
তুমি আমার নিঃশ্বাসেরও নিকটে এখন
অনুভবে তোমার প্রতিটি হৃদয়স্পন্দন,
শ্রবণ ইন্দ্রিয়ে ঝংকার তোলে তোমার রক্তের বাজনা ঐকতান
এসো ভালবাসি প্রিয়, হৃদয়ে ভালবাসা অনন্ত অফুরান।


যখন যেভাবে চাও তুমি
নিশ্চিত জেনে নাও - তোমার আছি আমি,
তোমার সকল চাওয়ার মাঝে
ভুলো না - আপেক্ষিকতার সুর যেন না বাজে।
আমাদের তৃষ্ণার্ত ওষ্ঠযুগলের মিলনে
তৃণলতার মত কাঁপছি শিহরণে!
কেউ কি পারে সে অনন্ত শিহরণ থামাতে?
এসো ভালবাসি প্রিয়, অফুরান ভালবাসা তোমাতে-আমাতে।


কষ্টের নীল সমুদ্র বইছে হৃদয়ে
জানে মোর আত্মা - কী করবে এ’সময়ে,
দৃষ্টি অপলক তোমার দীপ্ত মুখে
কষ্টেরা সব পালিয়েছে - চোখের পলকে।
তোমার সবল দু’বাহুর মাঝে
আমার হৃদয়-নিংড়ানো ভালবাসা - আছে সব ভাঁজে ভাঁজে,
সমস্ত দুনিয়া কাঁপছে
তুমিই বল - তাতে আমার কী আছে?
এসো ভালবাসি প্রিয়, অফুরান ভালবাসা আমাদের হৃদয়-মাঝে।