মাটি ফুঁড়ে বেরোয় তারা একসাথেই
দিগন্তহীন খোলা প্রান্তরে,
সদ্য অঙ্কুরিত চারার মত মাথা তোলে
অগনিতের কাছাকাছি সংখ্যায়।


থমকে যায় সকলেই কিয়ৎকাল
চারিদিকে শুন্যদৃষ্টি মেলে,
সূর্য্য অতি নিকটে হাশরের ময়দানে
তপ্ত পরিবেশে ওষ্ঠাগত-প্রাণ সকলে।


অদূরে দৃষ্টিগোচর বাগিচাসদৃশ
ছুটে চলে আত্মাগুলো তারই পানে,
আশা, ওখানেই মিলবে প্রতিকার
চরম বৈরীমাঝে অনাবিল শীতলতার।


চুলচেরা বিশ্লেষণ চলবে তখন
আমলনামা সব দাড়িপাল্লার দু’ধারে,
কারো স্থান মরুদ্যানের বিলাসিতায়
কেউ পুড়ে উনুনের প্রজ্বলিত শিখায়।


জীবন সায়াহ্নে চলে এসেছি প্রায়
চরম পরীক্ষার প্রস্তুতি শুন্য,
পাপপুণ্যের হিসেবে বিস্তর গরমিল
দাড়িপাল্লা রক্ষকের দয়াভিক্ষাই গন্য।