বৃষ্টির ফোঁটায় আমার বেজায় হিংসে হয়
অধিকারে সে তোমাকে ছোঁয়
অথচ তুমি কত দূরে আমার কাছ থেকে।


বহমান বাতাসকে আমার ভীষণ হিংসে
বসনে তোমার হিন্দোল আনে
অথচ আমি নেই সেসময় তোমার কাছে।


নিশুথী রাত্রি দেখে হিংসেয় জ্বলেপুড়ে মরি
লেপ্টে থাকে সে তোমার করি
অথচ আমি তখনো যোজন যোজন দূরে।


আমি হিংসে করি ভালবাসাকেও অপার
বিশাল হৃদয় ভর্তি আমার
অথচ সে ভালবাসা ছুঁতে না পারে তোমায় ।


ভালবাসার সুগভীর চোরাবালিতে হারায়
অন্ধ গলির ভুতুড়ে নিশানায়
অথচ জানি, তাতে তোমার কিছুই হবে না।


নির্মম সত্যি ঘাসের ডগার শুভ্র তুষার জানে
চরমতম হিংসুটে আমি মানে
কারণ, তুমি যে স্বর্গসুখী আমাকে ছাড়াই।


আমার হিংসেই কিন্তু রোজ-কিয়ামত নয়
চাই, দুনিয়ায় সুন্দর যাকিছু হয়
সবচেয়ে ভাল তোমার পায়েই হুটোপুটি খায়।