আমার তীব্র প্রেম যদি হয়
         দোজখের উত্তপ্ত লেলিহান শিখামুক্তির
                  কসম তোমার, সে আগুনে আমায় পুড়িয়ে দাও।
আমার অসীম প্রেম যদি হয়
         জান্নাতের সুশীতল বাগিচায় আধশোয়ার
                  কসম তোমার, সে দুয়ারে আমায় তুড়িয়ে দাও।
আর আমার প্রেম যদি হয়
        তোমায় সম্পূর্ণরূপে পেতে মত্ত শুধু
                  তবে আজীবন সে প্রেমে আমায় ভরিয়ে দাও ।



খোদা, আমি তোমার দু’রকম প্রেমিক
দু’টি সত্ত্বা নিহীত সে দীঘল প্রেমে
অতি স্বার্থপরতার মিশেলে এক সত্ত্বা
অন্যটি তোমার জন্য অতি মূল্যবান।
স্বার্থপর প্রেমের সত্ত্বায় হৃদয়-মন্দির
পরিপূর্ণ শুধু তোমাকে ভরিয়ে নন্দিন
আর কিছু নেই সেথা, সামান্যও ভিন্ন।
অন্য প্রেমসত্ত্বা - মণিমুক্তাসম তোমার
সে পুরীর রেশমী ঘোমটা খুলে তাকাই
আমিত্বের ছিটেফোঁটা নেই একটুও
খোদার স্তুতি সর্বদাই, চিরধারায়।



সত্য যে প্রভুপ্রেম হৃদয় থেকে হৃদয়ে
মধ্যে নিশ্চিত অস্তিত্ব নেই কোন কিছুর,
সেথা ব্যক্ততা মূর্ত তীব্র আকাঙ্খা থেকে
প্রকৃত আস্বাদেই ধ্বনিত সত্য-বর্ণনা এঁকে।
যতনে স্বাদ নেয় যে, সেই শুধু জানে
স্বাদবিনে ব্যাখ্যায় যে, মিথ্যে বলে সে।
তুমি কীভাবে বর্ণিবে অমোঘ সে সত্য?
যার উপস্থিতি তোমার কাছে বিলুপ্ত-প্রায়।
আর যেথায় তুমি ইপ্সিত আকাশের মত
বর্ণিবে তা, যার বসবাস সমস্ত ভ্রমণজুড়ে।
(অনুবাদ)