যেন প্রথম রাত্রির মতই অনুভব - দু’জনে করেছি পার
করেছি আলিঙ্গন প্রথমবার, আর
অসীম ভাললাগা দেহমনে প্রিয়
কিছুই নেই এর চেয়েও শ্রেয়।
এখনো রয়েছি ধরে
কেবল তোমাকেই স্মরে,
সেই যে প্রথম দু’জনের নেত্র হয়েছে মিলিত
অভিন্ন অনুভব রয়েছে অবিরত
আপ্লতে মাখি ভালবাসার ক্রমবর্ধ গতি
ভালবাসিবারে চাই শুধু তোমাকেই কাল-নিরবধী।
তুমি কী এখনো জ্বালাও উজ্জ্বল হৃদয়-বাতি?


যদি একাকীত্ব গেড়ে বসে তোমায়, যেন ভুলো না
ভেব তোমাকেই সবচেয়ে বেশী চাই, কিছুই এর অধিক না,
আমি নিরন্তর তোমারই মঙ্গল চাই
তোমাকেই ভালবাসি, বোধি এর চেয়েও বেশী যেন পাই।


অনুভবে এখনো দোলা দেয় ফেলে আসা সেই সময়
এখনো হৃদয়ে বাজছে দুজনের প্রথম স্পর্শ মলয়,
ক্রমশঃ নিকটতর হচ্ছি আমরা
পারছি না যতটা চাচ্ছি, থেকে যায় কিছু অধরা।
এখনো রয়েছি ধরে
একমাত্র তোমাকেই স্মরে,
নাসিকায় স্থায়ী তোমার গায়ের গন্ধ
মননে বাজছে তোমার সকল ছন্দ
দেহমনে খেলছে তোমার প্রতিটি অতীত স্পন্দন
স্মরণে শুধুই তুমি আছ, নিয়ে সব কত্থন,
সেই রাত্রিটা ভরি; ভালবেসেছি, করে হাত ধরাধরি।


আমি স্থির নিশ্চিত
ভালবাসিয়াছি অবিরত,
আমি ওখানেই ভরসা করি
যেখানে দু’জনের মিলনে আরো শক্তি ভরি,
আমার নিয়তঃ প্রার্থনার প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস
বলছে তোমাকে তীব্র ভালবাসার সুদীর্ঘ উচ্ছাস।


ক্ষমা করো আমায়, জানিনা কী করছি আমি
ক্ষমা করো, জানি না ভালবাসার দাঁড়ি টানতে কীভাবে থামি,
আমাকে ফিরিয়ে দিও না, কষ্টের সমুদ্র বইছে যে হৃদয়-মাঝে।
ক্ষমা করো আমায়, তোমাকেই প্রয়োজন জানি আমার শত-ছন্নে
ক্ষমা করো, সত্য বলছি প্রিয় সবই তোমার জন্যে
আমাকে ক্ষমা করো, পারবো না ছাড়তে ভরে নিতে তোমায় আপন স্বপন-খাঁজে।