তপ্ত বালুতে পা ভেজাবো বলে
সঁপে দিয়েছি নিজেকে মরুর কাছে
সেখানে হরেক রকম কাঁটা-গুল্ম
আর গুচ্ছ ঝোপঝাড়ে হয়নি ভেজানো
মেলে দেয়া নগ্ন পা দু’টো।


ক্ষয়ে ক্ষয়ে যাওয়া নিটোল দেহে
শত রঙের মায়াবী খেলা
দৃষ্টি আটকে যায়, দূরে এক চিলতে নদী
প্রকৃতি সম্পূর্ণ বিকশিত এখানে
সাজিয়ে সবগুলো পাপড়ি।


হলুদাভ লালের বন্যায় প্লাবিত
আগুন লেগেছে যেন পাহাড়ে পাহাড়ে
চার চোখ মিলিত লাল দেয়ালের পাশে
খুঁজে হয়রান সবুজের আঁচল
আর জালের মত ছড়ানো নদী।


চঞ্চলা ভেগাস মায়াবী ঝলকানি মেলে
টেনে আনে স্বপ্নময় চোখ
পাষাণের মত হৃদয় তাঁর
অর্থ বিনে কিছু না বুঝে
অসহায় দু’জনে তাতেই স্বপ্ন আঁকে।