১১
লবন-জলের হ্রদটা ছলছলে মরুবুকে
অফুরান নোনা জলে ভর্তি তা।
ডেড সীর ঘনত্ব নিয়ে
মেলে আছে বিষের পেয়ালা হাতে।
জলের বাড়বাড়ন্ত বড় বেহিসেবী সেখানে
প্রকৃতি-নিয়ম ছাড়াই জোয়ার আসে-
যখন-তখন।
উপচে পড়া বানের জলে
দু’কূল প্লাবিত, ভাসিয়ে নিয়ে সব সুখটুকু।
দুঃখের তিতকুটে স্বাদে ভাসিয়ে
দু’চোখ বেয়ে পড়ে বানের জল।
ভাটার লক্ষণ নেই কোথাও,
ভাটা তাই লজ্জায় মুখ লুকায়।