কোন দাহ্য পদার্থ নেই নিশ্চিত
হাইড্রোকার্বনের ছিটেফোঁটাও নেই কোথাও,
অক্সিজেন আছে, তবে গ্যাসীয় না
তবুও আগুন লেগেছে।
বুকের মধ্যে থাকা লবন-জলের হ্রদটায়
দাউ দাউ করে জ্বলছে হলুদাভ আগুন।
চোখ বেয়ে জ্বলে জ্বলে নামছে আগুন-পানি
জ্বলছে কপোল অগ্নি-জল ধারায়।
হৃদ-সাগর কেন জ্বলছে?
এত উত্তাপ কোথায় পেল নয়ন-জল?
তুমি নেই বলে কি তাই?
তোমার থাকা, বাগিচার শীতলতায় ভরে দেয় মন
তোমার না-থাকা, উসকে দেয় আগুন
দোজখের লেলিহান শিখা।