রাতগুলো আমার মতই বেদনাকাতর
কষ্টের নীল চাদরে ঢেকে আছে আপাদমস্তক।
দীর্ঘ রজনী এসময়
দিনের আভা খুব বেশীক্ষণের না,
শেষ হয়ে যায় নিমিষেই।
এরপর দু’কূল উপচে বন্যার মত রাত আসে,
আধারের দীর্ঘ নিকষতায়, কষ্টগুলো
বেদনার রঙ হয়ে ভাসতে থাকে
ভোরের আলোটুকু ফোঁটার পূর্ব পর্যন্ত।
আহারে! আবার কবে দীর্ঘ দিনের গ্রীস্ম আসবে?
রাত থাকবে ক্ষণস্থায়ী আধারের।
আমার আর রাতের বেদনা সব যোগ করে
বিলিয়ে দিব দিনের প্রখর আলোর কাছে।