পাজরের হাড়গুলোর স্থিতিস্থাপকতা অসীম
না হয় কবেই ভেঙ্গেচুড়ে যেত!
বড় বড় দীর্ঘশ্বাস যখন আসে
বের হয় তারা ফুসফুস খালি করে,
নায়াগ্রা প্রপাতের প্রবল ধারায়
টর্নেডোর বাতাসের প্রচন্ড বেগে
কামারের হাপরের মত ওঠানামা করে বুক।
গেইসারের ছিদ্র দিয়ে উল্লম্ব জল বেড়োয়
হ্যাজাক বাতির মত শোঁ শোঁ শব্দ করে,
আশ্চর্য! হাড়গুলো টিকে আছে!
এত কষ্টের পরও
পাজর বহাল তবিয়তে আছে তাঁর মত করে।