‘অতঃপর তারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল’
চলচিত্রের শেষটা এভাবেই চিত্রায়িত হয়, তাই না?
বাস্তব সেলুলয়েড মানে না
পরিচালকের স্বপ্নের পর্দা ঘিরে রাখে না,
বাস্তব লেখকের কল্পনার ধারই ধারে না।
বাস্তব বড় নির্মম-
কাহিনীকারের গল্প নুনের বস্তায় ভরে ফেলে
সেখানে বসে বসে লেখে আপনচিত্র আনমনে।
অন্তত আমার ক্ষেত্রে অহরাত্রি-
বাস্তব তার সবচেয়ে কঠিন মারণাস্ত্র ব্যবহার করে
খেলছে নিষ্ঠুরতার আদি-অকৃত্রিম খেলা।
যে খেলায় বাস্তবের ঘুটি একজনই
ক্রীড়নক শুধুই আমি।