তোমাকে সবখানেই খুঁজে ফিরি-
গনগনে পিচের উপর উদোম
শহুরে-শ্রমিকের ঘর্মাক্ত শরীরের
রোদেপোড়া ময়লা রঙের মধ্যে।
কাজের ফাকে যখন সে বিড়ি ধরায়
চোখে-মুখে কুন্ডুলী পাকিয়ে সাদা ধোঁয়া ছাড়ে
সে ধোঁয়ার বিষে আমি তোমাকে খুঁজি।
সাদা ধোঁয়া মিলিয়ে যায় একসময়
ঘর্মাক্ত শরীর ঠান্ডা হয়ে আসে,
অবসন্ন পা দু’টো আর চলতে চায় না
দু’হাত হিমালয়ের মত ভারী হয়ে আসে
ব্যস্ত নগরীর উলঙ্গ ফুটপাতে দু’দন্ড জিরোয় শ্রমিক।
ভাবলেশহীন শূন্য দৃষ্টিতে চায় জনতার ’পরে
সে নিথর দৃষ্টির মধ্যেও আমি তোমার ছায়া খুঁজি।