কতটা খুঁজলে তোমাকে আবার ফিরে পাব?
যদি নিশিদিন তাকিয়ে থাকি ঐ জলে ফোটা পদ্মর দিকে-
কিংবা কাদায় গড়া কুমুদের পানে-
তোমাকে কি পাব সেথায়?
কার্তিকের ঝরা পাতার মর্মর শুনি
বালুতে গাছির দা ধাঁরানোর কিচকিচ শব্দ
শীতের তাফালে জ্বাল দেয়া রসের গন্ধ যদি
চারিদিক ভাসিয়ে নেয় সুবাসে
তুমি কি আসবে তখন?
বরশীর ঠোঁকর দেয়া টোনের দিকে চোখ অপলক,
চট করেই উত্তরে চলে যাই সুদূর মেরু অবধি
অপেক্ষায় থাকি পরবর্তি অরোরার
যখন সে অপার্থিব-রশ্মির সৌন্দর্য-ডালা মেলে ধরবে
আলোরা সব খেলবে আপনসনে
তখন কি তুমি আসবে?