উছলে উজান কৌমুদী বিচ্ছুরিত
শুভ্র বরফে প্রতিফলিত হয়ে বহুগুন বর্ধিত;
প্রবল চাঁদের ধবল কিরণে
আকাশ ছিড়ে তুলো পড়ছে সমানে।
হাত বাড়ালেই ছোঁয়া যায়
উষ্ণ শরীরে শীতলতা পায়।
কুচি বরফ ঝিলিক দিয়েই মিলিয়ে যায়
যেন দূর থেকে তুমি-
ইষৎ দর্শনে বাড়িয়ে কষ্ট বহুগুন
ছিটকে চলে যাও করে খুন।