ঘুটঘুটে অন্ধকারে ধরণীভরা
নিকষ কালো আকাশ জুড়ে অগুনতি তারার মেলা।
জোনাক জ্বলার ন্যায় মিটিমিটি
কাঁদছে নক্ষত্রগুলো ছড়িয়ে দিতি।
দূরের হলদে বিন্দুগুলোকে বড় আপন মনে হয়
আমারই মত নিঃসঙ্গ ওরা-
বিলিয়ে সব আলো যতটুকু আছে
একলা পড়ে রয় মহাশূন্যের ভাঁজে।