তোমাকে অপ্সরীদের চেয়েও সুন্দর লাগছে আজ রাতে
নিকটের তারাটির ঔজ্জ্বল্যও ম্লান হয়ে গেছে তাতে,
অগণিত মানুষ তোমাকে দেখছে বিস্ফারিত চোখে
আকুল প্রত্যাশা, সামান্য হলেও তাকাবে হরিণচোখে।
যে পোশাক তোমায় বাড়িয়েছে জাদুকরী শোভা
রেশম চুলে সোনালী রংয়ের ভয়ংকর আভা
আমি দৃষ্টি হারিয়েছি প্রিয়, কারণ এযে সুপারনোভা।


প্রিয় এসো, চান্নি পশরে জ্যোৎস্না ভক্ষি গায়ে গা ঘেষে
কেহ নেই এখন, আর বাঁধা হবে না কেউ অবশেষে,
এখানেইতো আমাদের আসার কথা ছিল
হায়! বিধাতা এ সুন্দর বর্ণনার ভাষা না দিল
তবুও বলি, তোমাকে এরূপে কোনদিন দেখিনি আমি।


নিশ্চিত, তুমিই সবচেয়ে সুন্দর এই সন্ধ্যায়
চেয়ে দেখ, আফ্রোডাইটিও কেমন লজ্জায় মুখ লুকায়,
যা কিছু অপরাপর, হয়েছে ম্লান তোমার ’পর
তোমার মদির দৃষ্টির শর, আমাকে বলছে ডুবে মর।
কী আছে ক্ষমতা আমার? সে দৃষ্টি উপেক্ষার
অবশেষে, অবসান হল সুদীর্ঘ এক প্রতীক্ষার
অদ্য রজনী শুধুই আমার - ভালবাসি নির্ভয়ে বলার।