‘ভালবাসিনা তোমাকে’ - বলবেনা আর,
আমার হৃদয়ে অন্য কাউকে ভেবনা - দিও না স্থান।
সেদিন নিশ্চয় ভুল হয়েছিল, কিন্তু ঐ একবারই
সেজন্যে আমাকে দূরে ঠেলে দিও না।
কতবার ‘ক্ষমা চাই’ বললে হবে?
কতবার সত্যি কথাটা বললে তা সত্যি হয়ে ধরা দেবে?
অজানা মেয়েটির কথা বলবে না কখনো
তুমিই শুধু আমার সারাজীবনের, চিরজনমের।


তুমি আমার সত্যকথনটুকু চাও-
ঠায় দাঁড়িয়ে বলছি, আমার সবটুকুই তোমাকে দিয়েছি।
তোমার ভালবাসা মিইয়ে গেছে? এ হতে পারে না-
তুমি-আমি দুজনেই জানি, সত্যি নয় তা।
আমি মহাসাগরে একফোঁটা চোখের জল ফেলেছি
কেউ যদি তা খুঁজে পায়, তোমাকে আর ভালবাসব না।
মায়ার সাগরে সম্পূর্ণ হারিয়ে গেছি-
চিরজীবনের অন্ধ হয়ে সুগভীর নীলে তলিয়ে যাচ্ছি।
তুমি কখনো সাগরে আমার চোখের জল খুঁজে পাবে না,
কেউ কোনদিন খুঁজে পাবে না।


তোমার কোথায় ছুঁতে হবে, আমার চেয়ে ভাল কে জানে?
আমার চেয়ে বেশী তোমাকে কে ভালবাসবে?
তোমার নিঃসঙ্গ একাকীত্বে আমার মত কে ছুটে যাবে?
সে শুধুই আমি, তুমি জান প্রেয়সী - সে একমাত্র আমিই।


এবার কিছু বল তুমি, কিছু বল এখন
তাকাও আমার দিকে, রেখ না মাথা নিচু করে।
মনে হচ্ছে না, আমি ক্ষমা চাচ্ছি?
ওগো প্রিয়, আমি ক্ষমাভিক্ষু সাধারণ মানুষ।
ঐ নারী কেউ না, শুধুই একজন কল্পমাত্র-
যেখানে আমার কোন সত্য-বন্ধন নেই।
আমার শুধু তুমিই আছ-
দু’চোখের জল শুধুই তোমার জন্য।
কিন্তু তুমি কখনোই পাবে না। হায়!
সমুদ্রে ফেলা একফোঁটা জল খুঁজে পাবে না।
(অনুবাদ)