তখন তুমি কোথায় ছিলে?
যখন আমি জ্বলেপুড়ে অঙ্গার এবং টুকরোটুকরো
মুহূর্ত ছিল থমকে দাঁড়িয়ে, কখনও বা চলা পিছনে
গরাদ খাঁমচে কপোল ঠেকিয়ে দৃষ্টি খোলা জানালা গ’লে।


তুমি তখনও কোথায় ছিলে?
যখন না পাওয়ার কষ্টে ব্যথিত আমি অসহায় নিঃস্ব
তোমার সুরের মায়াজালে আষ্ঠেপৃষ্ঠে আবদ্ধ বিশ্ব।
তখনি তুমি ছিলে অদৃশ্য বাহু দু’টোর আলিঙ্গনে
মরণ ডেকেছিল ইশারায়, কী অসহায় সেই ক্ষণে!
বন্ধ চোখে আমার বিদীর্ণ দৃষ্টি উজ্জ্বল সূর্যপানে।


আশার হয়েছে সমাধি, যেন সময়ের পথ চলারও
জীবনের উন্মেষ সেদিন, গাছেদের বীজও রোপিত
আষাঢ়ের ঝুম বৃষ্টি বাইরে - সব অন্ধকার, স্থবির
মানসজুরে তোমার মিথ্যে প্রতিশ্রুতি, ভয়ংকর।
নীরবতার বোরাকে আরোহনে স্বর্গে চড়েছিলাম
কারন ক্ষণ যে চলে এসেছে আপন হাত ধরে
অতীত দ’লে মুচড়ে ফিরে আসার জীবনে।


অবশেষে সাঙ্গ হয় জীবনের প্রবল প্রতীক্ষার
সব ভেঙ্গেচুড়ে সোজা সূর্যপানে চলে যাবার।