ভাবছি বসে নীরবে, তুমিই বলতে পারবে সরবে
স্বর্গ থেকে শুরু করে, তা নরক পর্যন্ত মাড়াবে।
কষ্টের প্রারম্ভরতা ছাড়িয়ে, সুদূর নীলাকাশ পেরিয়ে
দিগন্ত-খোলা মাঠে দাঁড়িয়ে, সবুজের সমারোহে হারিয়ে
ইগলুর বরফশীতল ছোট্ট কুঠুরী থেকে
নেকাবের নীচে অনিন্দ্য সুন্দর হাসিটা রেখে,
তুমি কি সত্যিই ভাবছ - বলতে পারবে?


অন্যকারো আলিঙ্গনে চলে গেছ সাঁঝে
নিজের প্রিয় ছায়া ছেড়ে কায়ার মাঝে।
অনন্ত আলোকবন্যা ছুড়ে, নিশিথের অন্ধকার ক্রোড়ে
উদ্যানের কোমলতা ফুড়ে, হীরক-কঠিন নগরের মোড়ে।
আগত পৌষের নরম মিষ্টি রোদ প্রভাতে
পরিবর্তিত তুমি ডুবতে পেরেছ কি তাতে?
দ্বন্দ্বের দামামা থেকে দূরে সরে যেতে
নিয়েছ কি শিকল-মুক্তির কান্ডারী হাতে?


আমি পুষে রাখি আশা - তুমি এখানেই বাঁধবে বাসা,
আমাদের দু’টিমাত্র হৃদয় বলে
ভাসছে আনন্দে ওরা সীমাবদ্ধ শান্ত জলে।
যেন বছরের পর বছর ধরে
হাঁটছি সেই পুরনো সবুজবিথীর ’পরে,
সবশেষে যা পেয়েছি
সেই হারানোর ভয় ছুঁয়েছি
মন তবু বলে - তোমাকেই তো সব দিয়েছি।