শুরুটা কিন্তু ছিল লাভার সমুদ্র পার হবার মত
ফিরে দেখ, অতিক্রম করে এসেছি আমরা যত।
ভাবছো? ঘুরপথে গিয়ে সবচেয়ে দীর্ঘ সময় নিয়েছি
হোক না; বিশ্বাসতো ছিল, যেদিন দুজনে হারিয়েছি।


নিন্দুকেরা বলেছে নিরন্তর। ধুর! এ হবার নয়
ঢের দেখেছি; এসব মাঝপথেই মুখ থুবড়ে রয়।
চেয়ে দেখ, এখনো আমরা আছি মুষ্ঠিবদ্ধ করে
ইস্পাতের চেয়েও শক্ত দুজন-দুজনার এই নীড়ে।


এর চেয়ে ভাল হবার কিছুই ছিলনা, প্রিয় মন
দূর্গম অ্যান্ডিজ টপকে অবশেষে পেলে ক্ষণ।
আনন্দ লাগছে না? কারও না আমরা শুনি নি
আক্ষেপের জন্য সামান্যতমও রেখে দেই নি।


তুমিই এখনো সমস্ত, যেখানে মুহূর্তে ছুটে যাই
ওখানেই আমার গন্তব্য, অন্যত্র যাওয়ার নাই।
জেগে-ঘুমিয়ে অহর্নিশ ঐ প্রিয় স্বপ্নটা দেখি
নির্জন দীঘিপাড়ে বসে ঠারে ঠারে দাপাদাপি।
বলছি মন, তোমাকেই শুধু আমার জীবনে চাই
তোমাকেই যে ভালবাসি - নিশিদিন বলি তাই।