স্পষ্ট তোমার অবয়ব-
ঝাপসা না;
সাঁটলিপিকারের অস্পষ্ট কার্বন-কপিও না।
মাচ্চু পিচ্চুর হারিয়ে যাওয়া ইনকা শহরের
মলিন পড়ে থাকা সুউচ্চ বাথানের পাষাণ-বেদীতে।
আরাফাতের জলপাই রঙের উর্দিতে, পরিস্কার
তোমার আদলখানি আঁকা।
প্রেইরির দৃষ্টিবিভ্রম আইলবিহীন পীত ক্যানোলা ক্ষেতে-
অবারিত মকরন্দে সিক্ত মৌচুষকির
গুঞ্জনিয়ে সুর - তোমাকে নিয়েই।


আমেরিকা-পাসিফিকের সঙ্গমজঙ্ঘায় বিদ্যমান
সান অ্যান্ড্রিয়াস ফল্টের গহিন তলানিতে;
তুমি কালোচুল এলো করে আলস্যে আছ-
যেন নির্ভার ফুলমতি।
ইয়াহিয়ার লেলিয়ে দেয়া পিশাচদের
লোলুব্ধ কিন্তু ভীরু চোখের স্ফীত তারায়
তুমি বিভীষিকা।


আর্কটিক হিমশীতল উত্তুরে হাওয়া যখন
চুমু দেয় অকস্মাৎ-শিনুকের উষ্ণতাকে-
দ্বন্দের মাঝেই তোমার রূপ।
বরফ গলে গলে তৈরী-
এমারেল্ড লেকের কাচস্বচ্ছ পানি,
নিমিষেই ফুটিয়ে দেয় তোমার মুখখানি।


স্বস্তি নেই কোন;
যখন যেখানে যাই-
ভরিয়ে সর্বদৃশ্য যেদিকেই দু’চোখ বহতা।
ক্যানিয়নের বিশাল ক্যানভাসে,
পশ্চিমের রুক্ষ মরুতে,
রেড স্কোয়ারে, তিয়েনমেন চত্বরে, স্ট্যামপিডে।
গাঢ় সবুজের উপর লাল বৃত্তের মাঝে;
কালাশনিকভের কার্তুজের বারুদে
তোমার সুগন্ধ দৃশ্যমান।


অবশেষে হয় করুন সমাধি।
অজস্র না-পাওয়ার পাকিমালা! যেমন-
মিড-ওশিয়ানিক রিজের চুড়ায় উদ্দাম-নৃত্যকলা!
জেগে রয় শুধু-
হৃদ-বাগিচা ভর্তি করে; আদি থেকে অন্তহীন
তোমার অবয়ব পষ্ট।