বগা লেকের শান্ত জলে ছোঁয়া পদযুগল জানে
তোকে কতটা চাই।
স্থানুর দাঁড়িয়ে থাকা অ্যাসপেন সারির পানে
তাকিয়ে ভাবছি তাই।


ইষদুষ্ণ থকথকে জলের বন্যায় ল্যাব ভিজে
সুখের আবেশে কাতর
রাতভোর করা তৃষ্ণার্ত চোখের বিস্ময় নিজে
হৃদের সুবাসে আতর।


নটিপাড়ার ভাষায় সব খারাপ খারাপ কথা
কানে বাজে মধুর
জলছায়ার দিকে তাকিয়ে শব্দহীন শতকথা
স্বর্গ যেন অদূর।


শিউলির মিষ্টি গন্ধ এখনো বাতাসে ভাসে
রূপকথার চেয়ে কাছে
নিদারূণ অপমানেও বেহায়া নীরবে হাসে
ভালবাসার দায় আছে।