সন্তান হারানো একটি ছাগল
করলো সেদিন আর্তনাদ,
আদর করে কেউ তো তাকে
বুলিয়ে দিলোনা গায়ে হাত।


সন্তানের শোকে ম্যা... ম্যা... করলো
ছাগল টি সেই সারারাত,
কেউ তো তার কাছেই গেলোনা
সান্ত্বনা তো দূরে থাক।


পাশে বসে কেউ তো তাকে
দিলো না কোনো সান্ত্বনা,
ভাগাভাগি না হওয়ায়
কমলো না তার বেদনা।


দূর থেকে অনেকেই অনেক
আবেগী কথা বললো,
পরদিন রাত পোহাতেই
সবাই যেন সব ভুললো।


সে তো আর মানুষ নয়
সে তো কিছুই ভুললো না,
তার দুঃখের সাগরে সে
একাই এক ব্যথিত মা।