কিরে বন্ধু, কি করছিস?
আমি বললাম, "পড়ছি"।
আজ এতো বছর যাবৎ
আমি শুধুই পড়ছি।


প্রতিদিন নিত্য নতুন
কতো কিছু দেখছি,
তা নিয়ে ভাবার সময় নেই
আমি এখন পড়ছি।


টেবিলের উপর অনেক বই
জানি না কি শিখছি?
তা জেনে কি হবে?
আমি এখন পড়ছি।


দিনের বেলায় কলেজ-প্রাইভেট
সবাই শুধু ছুটছি,
জ্ঞানের পাহাড় গড়ার জন্য
কতোই না কষ্ট করছি।
এই জ্ঞানের কতটুকু পেলাম
তা কি কখনো ভেবেছি?
এতো ভাবার সময় কোথায়,
আমি যে এখন পড়ছি!


জ্ঞানার্জনের যে অভিযানে
আমরা সবাই নেমেছি,
সত্যিকার অর্থে কখনো
জ্ঞান কি আমরা খুঁজেছি?
বাস্তব জ্ঞান কোথায় আছে,
তা কি ভেবে দেখেছি?
এতো কিছু কখন ভাববো,
আমি তো এখন পড়ছি।