বিকেল বেলা এসে আমি
বসলাম পুকুর ঘাটে,
বসে বসে পুকুর দেখে
সময় আমার কাটে।


পুকুর পাড়ের নানান গাছে
ডাকে নানা পাখি,
শহরের মতো এখানে নেই
কাকের ডাকাডাকি।


নানান পাখির নানান সুরে
শুনছি মধুর গান,
প্রকৃতির এই মধুর সুরে
যেন হারিয়ে ফেলেছি প্রাণ।


অনেকদিন পরে পেলাম এমন
স্মরণীয় বিকেল বেলা,
কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই
শুধুই প্রকৃতির লীলা খেলা।


এক এক করে ঘাটে এসে
বসলো কয়েকজন,
গল্প-আড্ডায় কেটে গেলো
সময় অনেকক্ষণ।


কথা-বার্তা আর নানা খেয়ালে
বয়ে গেল বেলা,
এখনই তো আযান হবে
এবার নামাজে যাবার পালা।