ছন্ন ছাড়া লোকটাকে ওই,
সবাই বাসে ভাল।
সত্য ন্যায়ের হাসি ছড়ায়,
ছড়ায় নাকি আলো!
ঝুমুর ঝুমুর নূপুর তালে,
নাঁচে ছোট্ট খুকি।
হা-হুতাশে বলে সবাই,
খুকি জনম দুঃখি!
ময়না টিয়া শালিক চড়াই,
খেলছে বনে খেলা।
হাশেম ভাই বাজায় বাঁশি,
দুপুর সন্ধ্যে বেলা।
সন্ধা রাতে প্রদীপ জ্বেলে,
পড়ছে খুকু বই।
পড়ার ফাঁকে কয়যে খুকু ,
খেলার সাথী কই!