এখন মনের রাজ্যে কবিতার ভিড়,
এ, বলে আমায় নাও-
ও, বলে আমায় লেখ,
মনের মাধুরী মিশিয়ে।
নিরবে উত্তর করি ওদের ভাষায়,
মৌনতা নীরবতা হাতছানি দিয়ে,
ডাকি, এসো অপ্সরি ললনা এসো,
কালির আঁচড়ে বেঁধে রাখি তোমাকে অনন্তে।
তারপর দৃষ্টির সম্মুখে মেলি,
তাকিয়ে থাকি অপলক নেত্রে-
অনুভবের অনুভূতি ক্রমশ বিদ্যুৎ ছড়ায়,
না পাওয়ার বেদনায় পূর্ণ স্বাদে!


দুপুর ২.২০ মি
তাং- ০৪/০৭/১৪