এলো মেলো ভাবনা গুলো,
উড়ছে যেন বায়ে বায়ে।
তোমার কথা মনে হলেই,
মন ছুটে যায় বনের ছাঁয়ে।
বৈশাখি ঝড় উঠলে পরে,
স্মৃতিরা সব ভয়ে কাঁপে।
চৈত্র মাসের অগ্নি ঝরায়,
যায় পুড়ে সব খরতাপে।
মনের দেশে বইছে ঝড়,
প্রচন্ড আর ঘূর্ণী তালে।
ভাঙা গড়ার মত নেশায়,
রঙিন আশায় নিত্য দলে।
দুচোখে মোর রঙিন স্বপ্ন,
নোতুন করে গড়ব আবার।
নিরাপদ আর বাস যোগ্য,
সে পৃথিবী হবে সবার।