ঘুমে-স্বপ্ন দেখি-
  যাচ্ছি কাজীদা'র কাছে-
  কবিতা লিখা শিখতে,
  চলেছেন তিঁনি করতে স্নান।
  সহসা দাঁড়ালেন কাজী-দা-
  তাকালেন আমা'পানে,আমি-
  তাঁকে বললেম,কাজী-দা,
  কবিতা লেখা শিখায়ে দাও আমায়,
  অনুক্ষণ চেয়ে রইলেন আমা' পানে-
  শুনে সে কথা;অতঃপর বললেন-
  "কিরে!প্রেম করেছিস মেয়েদের সাথে?
  সলাজে উত্তরে বলি,না'ত ।
  হেসে উঠে বললেন,আরে-ধ্যাৎ
  আগে প্রেম করগে যা-
  তাহলে কবিতা লিখতে পারবি',
  সহসা ঘুম ভেঙ্গে গেল আমার !